বাংলায় গোল্যাং (golang) টিউটোরিয়াল
  • পরিচিতি
  • শুরুর আগে
  • হ্যালো গো
  • ভ্যালুজ
  • ভ্যারিয়েবলস
  • কন্সট্যান্টস
  • ফর
  • ইফ/এলস
  • সুইচ
  • এ্যারে
  • স্লাইসেস
  • ম্যাপস
  • রেঞ্জ
  • ফাংশন
  • চলবে ...
Powered by GitBook
On this page

কন্সট্যান্টস

গো তে কনস্ট্যান্টস ডিফাইন করার জন্য const কিওয়ার্ডটি ব্যবহার করি আমরা । এই কিওয়ার্ডটির পর কনস্ট্যান্ট এর নাম এবং তারপর এটির ভ্যালু এ্যাসাইন করি ।

আমরা যেসব জায়গায় var ব্যবহার করতে পারি তার সব জায়গাতেই কনস্ট্যান্ট ডিফাইন করা সম্ভব ।

package main

import "fmt"

// কনস্ট্যান্ট ডিক্লেয়ারেশন
const s string = "constant"

func main() {
    fmt.Println(s)
    const n = 500000000
    fmt.Println(n)
}

আউটপুট:

constant
500000000
Previousভ্যারিয়েবলসNextফর

Last updated 5 years ago