সুইচ
সুইচ স্টেটমেন্ট এর ব্যাসিক এক্সাম্পল দেখে নেই:
এখানে আমার সুইচ স্টেটমেন্টকে একটি এক্সপ্রেশন দিয়ে দেই। এরপর সেই এক্সপ্রেশনের ভ্যালুর সাথে আমাদের কেইসগুলো ম্যাচ করিয়ে দেখি যে শর্ত মেলে কিনা। যে সব কেইস ম্যাচ করে সেইসব কেইসের সাথে থাকা কোড ব্লক রান করে। উপরের কোডের আউটপুট হবে:
আমরা কেইস স্টেটমেন্ট এ কমা দিয়ে একাধিক কন্ডিশন দিয়ে দিতে পারি, যেমন:
আমার জন্য আউটপুট আসছে:
যেদিন লিখছি সেদিন বৃহস্পতিবার, তাই :|
তবে সুইচ স্টেটমেন্ট এর পাশাপাশি কেইস স্টেটমেন্ট এও আমরা ডাইনামিক এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। আমরা চাইলে সুইচ স্টেটমেন্টে কোন এক্সপ্রেশন পাস নাও করতে পারি, সেক্ষেত্রে সুইচ কে ইফ-এলস এর মত করে ব্যবহার করা যায় -
এখানে দেখুন case t.Hour() < 12
ডাইনামিক এক্সপ্রেশন। এবং আমরা সুইচ স্টেটমেন্টে t
কে পাস না করে, কেইস স্টেটমেন্টে এসে সরাসরি t.Hour()
ব্যবহার করেছি। জিনিসটা ইফ-এলস দিয়ে আমরা এভাবে করতে পারতাম:
Last updated