Comment on page
ফাংশন
একটা ফাংশন কোনো আর্গুমেন্ট নিতে পারে নাও নিতে পারে। একটা নরমাল ফাংশনের উদাহরণ দেখি:
package main
import "fmt"
func add(x int, y int) int {
return x + y
}
func main() {
fmt.Println(add(7, 6))
}
আউটপুট:
``` 13
এখানে `add` ফাংশনটি দুটো আর্গুমেন্ট নেয়। `x` এবং `y` দুটোই ইন্টিজার। এটাকে সংক্ষেপে এভাবেও লিখা যায়:
```go
func add(x, y int) int {
return x + y
}
অর্থাৎ
(x int, y int)
কে (x, y int)
এভাবে। আর রিটার্ন টাইপ এর পরে। এই ফাংশন int
টাইপের ভ্যালু রিটার্ন করে। একটা ফাংশন মাল্টিপ ল ভ্যালু রিটার্ন করতে পারে। যেমন:func swap(x, y string) (string, string) {
return y, x
}
অর্থাৎ এটা দুটো স্ট্রিং নিয়ে সোয়াপ করে তাদের রিটার্ন করবে। আবার named রিটার্ন ভ্যালু ব্যবহার করা যায়। এক্ষেত্রে শুধু কোন কোন ভ্যারিয়েবল রিটার্ন হবে সেটা বলে দিতে হয় রিটার্ন টাইপের জায়গায়, টাইপসহ। শুধু
return
স্টেটমেন্ট ব্যবাহর করতে হয় এক্ষেত্রে। এটাকে বলে "naked" return
। উপরের add
ফাংশনটি এভাবে লিখা যায়:func add(x, y int) (sum int) {
sum = x + y
return
}
Last modified 3yr ago